ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর বিএনপির স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর বিএনপির স্মারকলিপি

সিলেট: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী নিখোঁজের এক যুগ পূরণ হলো আজ বুধবার (১৭ এপ্রিল)। নিখোঁজের দীর্ঘ ১২ বছরেও তার অপেক্ষায় স্বজন ও নেতা-কর্মীরা।

তাকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই স্মারকলিপি দেন জেলা বিএনপির নেতারা।  

জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দীর্ঘ ১২ বছর থেকে আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর জন্য অপেক্ষায় আছি। তিনি আওয়ামী সরকারের সব অন্যায় অপকর্মের তীব্র সমালোচনা করতেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন। সর্বোপরি তিনি জালিম সরকারের কাছে আতঙ্কে পরিণত হয়েছিলেন, তাই তাকে গুম করে রাখা হয়েছে। ’

তিনি বলেন, ‘শুধু ইলিয়াস আলীই নন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, ইলিয়াস আলীর ড্রাইভার আনসার আলীসহ বিএনপির শত শত নেতা-কর্মীকে গুম করে রাখা হয়েছে। আমরা তাদের হদিস পাচ্ছি না। অবিলম্বে ইলিয়াস আলীসহ গুম করা সব নেতাকর্মীকে ফিরিয়ে দেওয়া না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ’

সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন বলেন, ‘এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর ওনার সহধর্মিণী তার সন্ধান দাবি করে হাইকোর্টে একটি রিট পিটিশন করেছিলেন। কিন্তু সরকারের অদৃশ্য হস্তক্ষেপ আজ একযুগ পরও আমরা সেই রিটের শুনানি করতে পারছি না। এতে প্রমাণিত হয় সরকারই এই ঘটনার সঙ্গে জড়িত। ’

এসময় সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, হাজী শাহাব উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক, আবু তাহের, রফিকুল ইসলাম শাহপরান, মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খান জামাল, সাঈদ আহমদ, মঈনুল হক, আশফাক আহমেদ, আল আসলাম মুমিন, গৌছ আলী, জাকির আহমেদ খাঁন, মোস্তাক আহমদ, নুমান উদ্দিন মুরাদ, অর্জুন ঘোষ, আহাদ চৌধুরী শামীম, আফসর খাঁন, ওবায়দুর রহমান ফাহমী, ফজলে আহসান রাব্বী, বখতিয়ার আহমদ ইমরান, মনিরুজ্জামান উজ্জল, সৈয়দ জালেছ, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, মিনহাজ উদ্দিন চৌধুরী, হাসান মঈন উদ্দিন আহমদ, হাসান আহমদ, খালেদ জুবায়ের, অজি মো. কায়ছার ,এজাজুল ইসলাম মুন্না, আজিজ খান সজিব, শফি আহমদ, আব্দুস সালাম, আজহার আলী অনিক, হাবিব আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, আবু সালেহ, ওমর ফারুক, বেলাল হোসেন, কিবরিয়া, রেদোয়ান রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ইলিয়াস আলীর সন্ধানের জন্য বাদ আসর হযরত শাহজালাল (র.)-এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।