ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আনু মুহাম্মদ ও শহীদুল্লাহকে দেখতে হাসপাতালে মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
আনু মুহাম্মদ ও শহীদুল্লাহকে দেখতে হাসপাতালে মেনন

ঢাকা: তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও  সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহকে দেখতে হাসপাতালে গেলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টায় মেনন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের দেখতে যান।

এ সময় রাশেদ খান মেনন তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতা জাহাঙ্গীর আলম ফজলু, মামুন মোল্লা, যুব নেতা কায়সার আলম ও ছাত্রনেতা শিরোপা আজিম।

রোববার (২১ এপ্রিল) রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের সব আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।