ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

রাজনীতি

৬ মাস পর সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১১, ২০২৪
৬ মাস পর সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

ঢাকা: দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, বুধবার (১৫ মে) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আগামী রোববার (১২ মে) দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসন অফিস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন ২৭ অক্টোবর ২০২৩। গত ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। এর সাড়ে তিন মাস পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন মির্জা ফখরুল। মুক্তির ১৯ দিন পর ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে ২৩ মার্চ দেশে আসেন তিনি। এরপর ২ মে ওমরাহ পালনে সৌদি আরব যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ৮ মে দেশে ফিরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ১১, ২০২৪
ইএসএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।