ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদ মিনারে হায়দার আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
শহীদ মিনারে হায়দার আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনোর প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল সোড়া ১১টায় তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়।

জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার আরেকটি নামাজই-জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে বাবা ও মায়ের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১০ মে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে হায়দার আকবর খান রনো শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশে বাম ধারার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন হায়দার আকবর খান রনো। এছাড়াও তিনি মার্কসবাদ, রাজনীতি, ইতিহাস, দর্শন, অর্থনীতি, সাহিত্য এবং পদার্থবিদ্যার ওপর অন্তত ২৫টি বই এবং অসংখ্য নিবন্ধ আছে। ২০২২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।