ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ১৩, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট।  

সোমবার (১৩ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ মিছিল বের করে তারা।

 

এ সময় ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে নানা স্লোগান দেন জোটের নেতাকর্মীরা। তারা অবিলম্বে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করেন।
  
এর আগে গত শুক্রবার (১০ মে) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে এ কর্মসূচির ঘোষণা দেয় ইসলামী ঐক্যজোট।  

এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধাদের তালিকা করতে হবে। তালিকা তৈরি করে তাদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৩, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।