ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালিহাতীতে আ.লীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৪, ২০২৪
কালিহাতীতে আ.লীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (২৪ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য এমএ মাতিন বলেন, বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এমএ মালেক ভুঁইয়া গাড়ি নিয়ে আসার সময় কালিহাতি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী আজাদ সিদ্দিকীর সমর্থকেরা গাড়ির ওপর ইট পাটকল মারতে থাকে। এ গাড়ির চালক নুর আলম ও গাড়ির ভেতরে থাকা মালেক ভুঁইয়া আহত হন। এসময় তারা গাড়ি ভাঙচুর করে তারা।  

এ বিষয়ে জানতে মালেক ভুঁইয়ার মুঠোফোনে কল করলে পাওয়া যায়নি ও নবনির্বাচিত চেয়ারম্যান আজাদ সিদ্দিকীও কল ধরায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।  

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, বিজয়ী আজাদ সিদ্দিকীর বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় মালেক ভুঁইয়ার গাড়ি দেখার পর ইট পাটকেল মেরে গাড়ি ভাঙচুর করে। তবে এখনও কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সমসয়: ১৯১৮ ঘণ্টা, মে ২৪, ২০২৪

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।