ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

ক্ষমতায় টিকে থাকতে সংবিধান সংশোধনের উদ্যোগ: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জুন ৬, ২০১০

ঢাকা: ক্ষমতায় টিকে থাকতে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

গণঅনশনের জন্য পল্টন ময়দান বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ অভিযোগ করেন।



তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার লোভে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। ’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের কর্মসূচিতে যেখানেই বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। ’

এছাড়া বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে সব রাজবন্দির মুক্তি দাবি করেন দেলোয়ার।

সমাবেশে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।  

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন করে বাকশাল কায়েমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ’

এছাড়া বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সরকার অন্যায়, অত্যাচার ও জুলুম চালাচ্ছে অভিযোগ করে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধেরও আহবান জানান মির্জা ফখরুল।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপি মহাসচিব শামীম আল মামুন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী সোহেল প্রমুখ বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।