কিশোরগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেননি। নির্বাচন নিয়ে এখনও অনেকেই ষড়যন্ত্র করছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আমিনুর রহমান ভূঁইয়া এমাদ মিয়ার ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চায়। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আওয়ামী লীগ লুটেরার দল, চোরের দল। আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয় তখনই বিএনপি এসে দেশ মেরামতের দায়িত্ব নেয়।
তিনি আরও বলেন, বিগত দিনে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম, খুন, জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না।
তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইমাদ সাব্বি’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান জামান, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ভূঁইয়া, তৌফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখসহ আরো অনেকেই।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এএটি