ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালী‌তে যুবদ‌লের মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
পটুয়াখালী‌তে যুবদ‌লের মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

পটুয়াখালী: জেলা বিএন‌পির সমা‌বে‌শে যোগ দি‌তে যাওয়ার পথে যুবদ‌লের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তা। এতে যুবদল ও সেচ্ছা‌সেবকদ‌লের পাঁচজন নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন।

বুধবার (৩ জুলাই) সকালে শহ‌রের স্বনির্ভর সড়‌কে পটুয়াখালী প্রেসক্লা‌ব ভবনের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

আহতদের মধ্যে রাঙ্গাবালী উপজেলা সেচ্ছা‌সেবকদ‌লের সি‌নিয়র সহ সভাপ‌তি মো. শা‌কিলকে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছেন। অপর আহতরা বি‌ভিন্ন ক্লিনিকে ভ‌র্তি হ‌য়ে‌ছেন।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হোটেল আল কায়সারের পেছন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রওনা দিলে এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়।  

পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম জানায়, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কে বা কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।