ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কাঁঠালও আজ ক্রয়ক্ষমতার বাইরে: সালাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কাঁঠালও আজ ক্রয়ক্ষমতার বাইরে: সালাম

ঢাকা: দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে কাঁঠালের মতো জাতীয় ফলও এখন জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে  জিয়া প্রজন্ম দলের কাঁঠাল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, আমাদের ছয় ঋতুর দেশে মৌসুমভেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসঙ্গে পাই। তবে এর মধ্যে কাঁঠাল হলো আমাদের দেশের জাতীয় ফল। দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি কাঁঠালও আজ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।  

আব্দুস সালাম বলেন, মৌসুমী সব ফলই আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।  

জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও সংগঠনটির যুগ্ম মহাসচিব মো. শান্তাহার আলী শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ ও মতিঝিল থানা বিএনপি নেতা এম এস আসিফ ইমাম, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শওকত আজিজ, চেতনা বাংলাদেশ সংগঠনের কার্যকরী সভাপতি বাবর আলী বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।