ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আরও কর্মসূচি দিচ্ছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
খালেদা জিয়ার মুক্তি দাবিতে আরও কর্মসূচি দিচ্ছে বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আরও কর্মসূচি দিচ্ছে বিএনপি।

শনিবার (০৬ জুলাই) সাড়ে ১১ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করার কথা আছে।

কর্মসূচি ঘোষণা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সূত্রে জানা গেছে, তিন দিনের বিক্ষোভ সমাবেশ শেষে এবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দেওয়ার সম্ভাবনা আছে।

এর আগে, একই দাবিতে গত ২৯ জুন (শনিবার) বিকেল ৩টায় নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ, ১ জুলাই সারা দেশের মহানগরীগুলোতে সমাবেশ, ৩ জুলাই সারা দেশের জেলা শহরের সমাবেশ কর্মসূচি পালন করে দলটি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
টিএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।