ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনাকে আটকের অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনাকে আটকের অভিযোগ 

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনাকে আটক করা হয়েছে।  

সোমবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

রুনাকে আটকের বিষয়টি নিশ্চিত করে তার পরিবারের সদস্যরা বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার নিজ বাসভবন থেকে আটক করে নিয়ে যায়।  

রুনার স্বামী সাংবাদিকদের বলেন, পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে, ওপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে।  

সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরা অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলে পুলিশ। এরপর কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে ১০ মিনিট পর আবার তারা বাসার ভেতর এসে তাকে আটক করে নিয়ে যায়- যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের একজন নারী আইনজীবীকে যেভাবে টেনেহিঁচড়ে গভীর রাতে আটক করে নিয়ে যায় তাতে আমি শঙ্কিত যে তার ওপর নির্যাতন করা হতে পারে।  

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।