ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমপ্লিট শাটডাউনে সিলেটে মাঠে থাকবে জেলা আ. লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
কমপ্লিট শাটডাউনে সিলেটে মাঠে থাকবে জেলা আ. লীগ

সিলেট: কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি মোকাবিলায় মাঠে থাকবে সিলেট জেলা আওয়ামী লীগ।

বুধবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কোটা বিরোধী আন্দোলনের নামে আজ (বৃহস্পতিবার) সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক ও মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ।  

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা,জুলাই ১৮,২০২৪ 
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।