ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ইউনূস: নানক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ইউনূস: নানক

ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ড. মুহাম্মদ ইউনূস ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৪ জুলাই) মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন।

এ সময় তিনি ঢাকা- ১৩ আসনের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য বিতরণ করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যারা দেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

তিনি বলেন, দেশ ঘিরে সবসময়ই ষড়যন্ত্র ছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তবে শেখ হাসিনা অসীম সাহসিকতার সাথে সব মোকাবিলা করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।