ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
গোপালগঞ্জে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জ: জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আন্দোলনের নামে জামায়াত-শিবির দেশে অরাজকতা সৃষ্টি করছে। জানমালসহ সরকারি সম্পত্তি বিনষ্ট করছে। দ্রুত জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।