ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: সিপিবি

ঢাকা: যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (২ আগস্ট) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ দাবি করেন।

 

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, ঘাতক, মানবতাবিরোধী অপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি। নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে।

নেতারা বলেন, এখন স্মরণকালের হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধের কথা বলেছে। জামায়াত ধর্মভিত্তিক রাজনীতি, রাজনীতিতে ধর্মের ব্যবহার, যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।

বিবৃতিতে সিপিবি নেতারা আরও বলেন, আমরা জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধী, সংবিধানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ থাকলেও রাজনীতিতে ধর্মের ব্যবহারসহ সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই নিষিদ্ধ চাই। একইসঙ্গে এ ধারার অন্যান্য সংগঠন ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ চাই। এদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আধিপত্য ধ্বংসে রাষ্ট্রীয় ভূমিকা ও জনগণের জাগরণ চাই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠা করতে চাই। এ কাজটি করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

বিবৃতিতে সরকারের পদত্যাগসহ ছাত্র জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।