ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: সারা দেশে সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত ও সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন৷ 

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে ইতিহাসের অন্যতম ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে।

 

‘আওয়ামী লীগের ইতিহাস তাদের ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ওপর অপবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টার ইতিহাস। তাদের ইতিহাস এ সম্প্রদায়গুলোর সম্পত্তি দখলের ইতিহাস। ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করতে তাদের এ অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। ’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সব ছাত্র-জনতাকে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে দেশের সম্পদ ও সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।  

নেতারা বলেন, দেশের এ ঐতিহাসিক মুহূর্তে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে কোনোভাবেই ন্যূনতম বিতর্কিত করতে দেওয়া যাবে না। দেশের সব নাগরিকের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদলকে সার্বক্ষণিক কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।