ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে: আমির খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে: আমির খসরু

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার সবাইকে সমানভাবে দিতে হবে। সকল জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আজকের সমগ্র জাতির জন্য কাজ করতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না, সবার চিন্তাভাবনার প্রতিপালন করাতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র অর্থনীতি রাজনীতি ও সাংবিধানিক অধিকার সকল নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। কোনো মহলের স্বার্থের প্রতিফলন ঘটানো যাবে না। জনগণের স্বার্থে কোনো আপোষ করা যাবে না। নতুন যে বাংলাদেশ হয়েছে তা গণ্ডগোল করার জন্য ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।