ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে: ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে রাষ্ট্রপতি যেন নির্দেশ দেন, সে আহ্বান জানাবো। একইসঙ্গে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিতেও অনুরোধ জানাচ্ছি।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের সরকার বন্দি করেছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতা যখন আন্দোলন করেছিল, আমরা তাদের সমর্থন জানিয়েছিলাম। এর পর থেকে ফ্যাসিস্ট সরকার আমাদের ১১ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। কিন্তু সব কিছু পেরিয়ে বাংলার ছাত্রজনতা বিজয় কেড়ে নিয়ে এসেছে। এই বিজয় ছাত্রজনতা ও নেতাকর্মীদের।

তিনি বলেন, আমাদের বিজয়কে কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, সাম্যের রাষ্ট্র গড়তে চাই। আমাদের এই বিজয়কে নস্যাৎ করতে যারা কাজ করছে তারা তাদেরই প্রেতাত্মা।

নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত হবেন না। ক্ষোভ প্রকাশ করে আইন হাতে তুলে নেবেন না। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত থাকবে, দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের বিষয়ে সতর্ক থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।