ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কারামুক্ত হলেন ফরিদপুরের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
কারামুক্ত হলেন ফরিদপুরের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল

ফরিদপুর: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগে করে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সারাদেশের বিএনপি নেতাদের মধ্যে কারামুক্ত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।  

বুধবার (০৭ আগস্ট) নাসিরুল ইসলাম কারামুক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকায় (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) বনমালিপুর বাজারে পৌঁছালে সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা তাকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।

 

পরে সাবেক এ সংসদ সদস্য নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে ফরিদপুর-১ অঞ্চলের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর কয়েকটি স্থানে বক্তব্য দেন খন্দকার নাসির। গাড়ি বহর নিয়ে আলফাডাঙ্গা থেকে বোয়ালমারী হয়ে মধুখালী যাওয়ার পথে খন্দকার নাসিরকে সড়কের দুইপাশে থাকা লোকজন হাত নাড়িয়ে স্বাগত জানান।  

ঢাকা-মাগুরা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মধুবন মার্কেটের সামনে বুধবার দুপর ৩টায় খন্দকার নাসিরুল ইসলাম বক্তব্যকালে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

খন্দকার নাসির বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে হিংসা বিদ্বেষ ভুলে দেশের স্বার্থে কাজ করতে হবে। দেশের সব পর্যায়ে হামলা ভাঙচুর পরিহার করে সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। আজকে যারা জ্বালাও পুড়াও ভাঙচুর করছে তারা বিএনপির লোক নয়। স্বৈরাচারী সরকারের শাসনামলে যারা ছিল আমজনতার সঙ্গে মিশে গিয়ে তারাই ভাঙচুর চালাচ্ছে।  

তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরানের সভাপতিত্বে ও যুবদল নেতা এস এম মোক্তার হোসেনের সঞ্চালনায় বিভিন্ন পথসভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক হায়দার আলী মোল্যা, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, আলফাডাঙ্গা বিএনপির সভাপতি মো. আব্বাস উদ্দিন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি খান আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুর শুকুর শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল আলীম মানিক, সহসম্পাদক মো. ইমরান হোসেন, বোয়ালমারী পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, যুবদল নেতা রোকনুজ্জামান বকুল, ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু ও সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।