ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পানছড়িতে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
পানছড়িতে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বিজয় কুমার দেব নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা তিনি পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পানছড়ি পুরান বাজারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজয় দেবের স্ত্রী বৃন্দা দেবী চাকমা জানান, রাতে মুখোশ পরিহিত ১০ থেকে ১২ জন বাসায় ঢুকে তাক কুপিয়ে জখম করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাকিব উদ্দিন জানান, আহতের পায়ে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পায়ের হাড়ও ভাঙা।  

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।