ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় সব ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে যুবদলের মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
নেত্রকোনায় সব ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে যুবদলের মিছিল-সমাবেশ

নেত্রকোনা: নেত্রকোনায় সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রোববার (১১ আগস্ট) জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্লোগানে মিছিলটি বের হয়।

শহরের বিভিন্ন সড়ক ঘুরে ছোবাজারস্থ জেলা বিএনপির কাযার্লয়ে এসে শেষ হয় মিছিলটি।

এর আগে কোর্ট স্টেশন এলাকায় সমাবেশে বক্তব্য দেন-আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ অনেকে।  

রনি বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এরপর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোনায় আমরা বিশৃঙ্খলা চাই না। সম্প্রীতি রক্ষায় বিএনপি-যুবদল সব সময় প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।