ঢাকা: জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১১ আগস্ট) রাত ৩টায় রাজধানী শনির আখড়ায় নিজ বাসায় মারা যান তিনি।
সোমবার (১২ আগস্ট) বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রফিকুল ইসলাম মাহাতাবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শোকবার্তায় তিনি বলেন, রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম রফিকুল ইসলাম মাহতাব জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে ’৭১ এর রণাঙ্গনে তার বীরোচিত ভূমিকার জন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
টিএ/আরবি