ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র আন্দোলনে হামলা-খুনিদের বিচারের দাবি ফেনীতে বিএনপির অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
ছাত্র আন্দোলনে হামলা-খুনিদের বিচারের দাবি ফেনীতে বিএনপির অবস্থান কর্মসূচি

ফেনী: ফেনীসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও খুনিদের বিচারের দাবিতে ফেনীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।  

বুধবার (১৪ আগস্ট) ফেনী ট্রাঙ্ক রোডের শহীদ মিনারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, ফেনীতে কারা হত্যাযজ্ঞ চালিয়েছে তা স্পষ্ট। সাবেক এমপি নিজাম হাজারী নিজে মাঠে থেকে খুনের নীল নকশা সাজিয়েছে। এরই মধ্যে মামলা হয়েছে ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তারের দাবি জানান নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আইয়ুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খোন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক, এস এম কায়সার এলিন ও  যুবদলের সাংগঠনিক সম্পাদক নইম উল্লাহ চৌধুরী বরাত।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।