ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে প্রশাসন ও বিচার বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান মোহাম্মদ শাহজাহানের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
অন্তর্বর্তী সরকারকে প্রশাসন ও বিচার বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান মোহাম্মদ শাহজাহানের 

নোয়াখালী: জনগণের আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে প্রশাসন ও বিচার বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সর্বোদলীয় আয়োজনে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট, দেশ ও গণতন্ত্রবিরোধী আওয়ামী চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান এ কথা বলেন।

সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ দাসের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা জামায়াতের আমির এছাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ জেলা, উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।