ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

অতন্দ্র প্রহরীর মতো এ অর্জনকে ধরে রাখবো: কাজী মনির

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
অতন্দ্র প্রহরীর মতো এ অর্জনকে ধরে রাখবো: কাজী মনির

নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, এ সরকারকে আকুন্ঠ সমর্থন জানিয়ে বলবো সমাজে শান্তি প্রতিষ্ঠায় আমাদের যে ভূমিকা সেটাই আমরা পালন করবো। যারা বিভেদ সৃষ্টি করতে চায় তাদের সাবধান করে বলতে চাই।

আমরা বিভেদ সহ্য করবো না। যথাসময়ে এ দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে যাবো।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রূপগঞ্জের ভুলতা এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এর আগে কেউ যেন কোথাও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সকাল থেকে রূপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশাল বহরসহ নেতাকর্মীদের নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সকালে ঐক্যবদ্ধ থাকবো। অতন্দ্র প্রহরীর মতো আমরা এ অর্জনকে ধরে রাখবো। এখানে যেন কোন হায়েনা কোন মানুষকে কষ্ট দিতে না পারে। হিন্দু ভাইদের যেন কেউ কষ্ট দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন আপনারা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।