ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

রাজনীতি

এদেশের সম্পদের ৭৫ ভাগ নিয়ে গেছে আওয়ামী লীগ: মিল্লাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এদেশের সম্পদের ৭৫ ভাগ নিয়ে গেছে আওয়ামী লীগ: মিল্লাত

জামালপুর: আওয়ামী লীগ এ দেশের সম্পদের ৭৫ ভাগ নিয়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত।  

তিনি বলেন, এ দেশের উন্নতি আওয়ামী লীগের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে।

তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস, ছাত্র ও বিএনপিসহ সকলে মিলে আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার বিষয়ে একমত।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের বকশীগঞ্জে একটি বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে সাধারণ জনগণ তাকে হত্যা করবে। যারা পেটের দায়ে বা বিপদে পড়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল তাদেরকে যাচাই-বাছাই করে দলে যোগদানের সুযোগের কথা বলেনি তিনি।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।