ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে আসেন।

পরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন।  

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন।

এরপর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা বাগেরহাট, নড়াইল ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৯৭৫ এর ১৫ আগস্ট হত্যার শিকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।  

পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের মসজিদ কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা হয়।  

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম বক্তব্য দেন।  

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে অংশ নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তোবারক বিতরণ করা হয়।

এর আগে, সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা,  আগস্ট ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।