ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা জেলা-মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
খুলনা জেলা-মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের খুলনা জেলা ও খুলনা মহানগর শাখা যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা ও খুলনা মহানগর শাখা যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। তবে খুব শিগগিরই ওই ইউনিট দুটির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানায় কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।