ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ: গত ১৫ বছর ধরে গুম, খুন, জখম, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও শিশু হত্যার প্রতিবাদে এবং শেখ হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

পরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক হয়ে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপি নেতা ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।