ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাশেদ খান মেননের গ্রেপ্তারে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
রাশেদ খান মেননের গ্রেপ্তারে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে তার দল৷

ওয়ার্কার্স পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিট তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নেওয়া হয়েছে।  

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও উদ্বিগ্নতা জানিয়ে বলা হয়, এ দেশের মুক্তি সংগ্রাম, সামরিক শাসনবিরোধী লড়াইসহ মওলানা ভাসানীর একনিষ্ঠ সহচর প্রগতিবাদী, সাম্যবাদী লড়াইয়ের অগ্রগামী সৈনিককে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে যেন পরিণত করা না হয়।

৮২ বছর বয়সী বয়োবৃদ্ধ, সংগ্রামী নেতার সব নিরাপত্তা নিশ্চিত করে গোয়েন্দা বিভাগ তাদের আইনি কার্যপরিচালনা করবে। আসামির সব আইনি অধিকার, মানবাধিকার যেন সুরক্ষা দেওয়া হয়। বয়োবৃদ্ধ মানুষের স্বাস্থ্য চেকআপসহ অনতিবিলম্বে জামিন দেওয়া হয়।  

সারা দেশের কর্মী বাহিনী শান্ত থেকে তার মুক্তির জন্য দোয়া প্রার্থনা করার আহ্বান জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিকের বরাত দিয়ে গণমাধ্যমে এ বার্তাটি পাঠানো হয়েছে৷

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।