ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ময়মনসিংহে খেলাফত মজলিসের বিক্ষোভ 

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ময়মনসিংহে খেলাফত মজলিসের বিক্ষোভ 

ময়মনসিংহ: ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমা নগরীর বড় মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।

ভারতের পানি আগ্রাসন, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখা।

সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল করিম। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ে অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।  

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে কোনো রকম অবহিত না করে হঠাৎ করে ভারত ত্রিপুরায় বাঁধের গেট খুলে দিয়েছে। এতে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় লাখ লাখ মানুষ পানিতে দুর্বিসহ জীবনযাপন করছেন। এর মধ‍্য দিয়ে ভারত যে অমানবিকতার পরিচয় দিয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।