খুলনা: ছাত্র-জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের বিচার এদেশের মাটিতে হবে। এরই মধ্যে অন্তবর্তী সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনো যেন স্বৈরাচারের প্রেতাত্মারা ফিরে না আসে। জুলুম নির্যাতনের পুনরাবৃত্তি যাতে না হয়। সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ সাকিব রায়হানের গর্বিত বাবা আজিজুর রহমানের হাতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
খুলনা মহানগরীর ১৮ নং ওয়ার্ডের নবপল্লী বায়তুল আকাবা সংলগ্ন সোনালীনগর মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে শহীদ সাকিব রায়হানের বাবা আজিজুর রহমানকে তিনি বুকে টেনে নিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং শহীদ সাকিব রায়হানের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। মহান আল্লাহর কাছে ধৈর্য কামনা করেন। তিনি শহীদের বাবার হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। ঢাকায় একটি শুমারিতে কর্মরত থাকাবস্থায় সাকিব রায়হান ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে শাহাদাৎবরণ করেন।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
এতে বক্তব্য দেন মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, শামীম সাঈদী, মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি মুহাম্মদ নূরুল্লাহ, জেলা সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সেক্রেটারি এস এম মাহফুজুর রহমান, মাওলানা শাহারুল ইসলাম, মশিউর রহমান রমজান ও মো. আব্দুর রহিম ।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ২৪ , ২০২৪
এমআরএম/জেএইচ