ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে: রিপন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে: রিপন

নরসিংদী: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে। হাসিনা ও তার দোসরদের আমরা আইনের আওতায় আনবো।

আমরা তার মতো কোনো অন্যায় কাজে যাবো না।  

তিনি আরও বলেন, তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি এ হত্যাকাণ্ড করে তার পেটোয়া বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। এ জনতার আন্দোলনে তার পতন ঘটেছে।  

রোববার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদীর মাধবদীর আটপাইকা গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম ও সব শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদ পরিবার এ শেখ হাসিনার বিরুদ্ধে ও যারা এ হত্যাকাণ্ডে মদদ জুগিয়েছে এবং প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে সেটা প্রশাসন, পুলিশ বা আওয়ামী লীগের রাজনৈতিক ক্যাডার হোক তারা কেউ বিচারের বাইরে থাকবে না। তবে আমাদের দল যারা নির্দোষ তাদের ওপর জুলুম করার নীতিতে বিশ্বাস করে না। আমরা তাদের ওপর কোনো মামলা করবো না।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা  করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে, গণহত্যার জন্য তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। স্বৈরাচারী সরকার দীর্ঘ ১৬ বছরে দেশকে শুধু ধ্বংসই করেনি, একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে গেছে। তারা গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিতে ধ্বংস করেছে আর বিএনপিকে ধ্বংস করার জন্য তারা হেয় এমন কোনো কাজ নেই তারা করেনি। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এ হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। যারা এ হত্যার পেছনে আছে সবার বিচার এ দেশে হবে।

এরআগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূইয়া জুয়েল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির নেতারা ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন। পরে তারা শহীদদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।