ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে জার্মান রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জার্মান রাষ্ট্রদূতের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় এক বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন তারা। বন্ধু প্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও কথা হয় তাদের। আন্তরিক আমন্ত্রণের জন্য জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান জাপা চেয়ারম্যান।  

বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা এবং জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারনুলা নুজহাত উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।