ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাহবাগে চলছে ইসলামী আন্দোলনের ছাত্র সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
শাহবাগে চলছে ইসলামী আন্দোলনের ছাত্র সমাবেশ

ঢাকা: ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাবেশ শুরু হয়েছে।  

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২টায় শাহবাগ চত্বরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ছাত্র সমাবেশ আয়োজন করা হচ্ছে।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সমাবেশের সভাপতিত্ব করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
ইএসএস/এসএএইচ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।