ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাল সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাল সিপিবি

ঢাকা: সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ নিন্দা জানান।



মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একের পর এক সীমান্ত হত্যাকাণ্ড সংঘটিত হলেও এর কোনো প্রতিকার হচ্ছে না। যা আন্তর্জাতিক রীতি-নীতিবিরোধী।

বিবৃতিতে নেতারা বলেন, সীমান্তে সরাসরি গুলি করে এ ধরনের হত্যাকাণ্ড অতীতে ঘটলেও অতীতের সরকারগুলো তাদের রাজনৈতিক সমীকরণের কারণে এর সমাধানে যথাযথ ভূমিকা নেয়নি।

বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবেন এবং এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং ভারতের সাথে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।