ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আ স ম আবদুর রবকে দেখতে গেলেন শায়খে চরমোনাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
আ স ম আবদুর রবকে দেখতে গেলেন শায়খে চরমোনাই

ঢাকা: স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব দেখতে ও তার শরীরের খোঁজখবর নিতে গেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।  

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার রবের বাসায় যান মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

 

এ সময় শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আ স ম আবদুর রবের শরীরের খোঁজখবর নেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই রবের সুস্থতায় কামনায় দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।