নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহতদের কাছে আর্থিক উপহার পৌঁছে দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ৩শ শয্যা হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যান জামায়াতের নেতারা।
এ সময় ফতুল্লার সস্তাপুরের পোশাক কারখানার কর্মী আব্দুস সালাম মুন্না (৩০), বন্দর মুছাপুরের মোফাজ্জলের ছেলে হোসীয়ারি শ্রমিক জুম্মন (২২) খানপুর বউবাজারের অটোমোবাইল শ্রমিক ফাহিমের (১৬) সার্বিক খোঁজ-খবর নিয়ে আহতদের মাঝে আর্থিক সহায়তা দেন তারা। আহতদের হাতে উপহার স্বরূপ আর্থিক সহায়তা তুলে দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ বলেন, জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেও নমুনা দেখাবেন। তবে স্বৈরাচারীদের গুলির সামনে বুক পেতে দেওয়া সামান্য ব্যাপার না, নিশ্চই আল্লাহর উত্তম প্রতিদান দান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, জামায়াতে নেতা খোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমআরপি/এএটি