ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শহীদ পারভেজ এবং সৈকতের পরিবারের পাশে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
শহীদ পারভেজ এবং সৈকতের পরিবারের পাশে তারেক রহমান

ঢাকা: স্বৈরাচার আওয়ামী বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর শনির আখড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হন সৈকত চন্দ্র দে ও পারভেজ। নিহত শহীদদের পরিবারের প্রতি তারেক রহমানের নির্দেশে সমবেদনা ও আর্থিক সহযোগিতা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শনির আখড়া মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় দুই পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নেতা আবুল কাশেম ও শাহাদত হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ইএসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।