ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিকে অব্যাহতি

নওগাঁ: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁ জেলা ছাত্রদলের  ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিওকে অব্যহতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা ২৫ সেপ্টেম্বর এক লিখিত বিজ্ঞপ্তিতে অব্যহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিওকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।  

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।