ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পৌর পার্কের সামনে আয়োজিত এ গণ-সমাবেশে হয়।

গোপালগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি ইমরান হুসাইন।

অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ মুফতি দিদারুল আলম, অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা তসলিম হুসাইন সিকদার ও নুর ইসলঅম শেখ লেলিন বক্তব্য রাখেন। ।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ সদর থানা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আউয়াল বলেন, সামনের নির্বাচন দুর্নীতি মুক্ত, কারচুপি মুক্ত নির্বাচন চাই। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। নির্বাচনে কোনো প্রার্থী থাকবে না শুধু মার্কা থাকবে, দল থাকবে। তাহলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করতে পারবে না। ভোটারা মার্কায় ভোট দিবে, দলকে ভোট দেবে, সারা বাংলাদেশের ভোটের সংখ্যার শতকরার ওপর সংসদে প্রতিনিধি নির্বাচন করবে দল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জেএইচ

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ