ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
সব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত

বরিশাল: বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বরিশালে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের কীর্তনখোলা মিলনায়তনে এ সভা আয়োজিত হয়।

জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

হেলাল বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী দিনের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মহানগর কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবী থানা সেক্রেটারি শামীম কবির, বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ