ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা): আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে করা মামলায় রিয়াজুল ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে সন্ধ্যায় সাভার পৌরসভার জামসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রিয়াজুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি গত ১৫ আগস্ট করা হত্যা মামলার ৪৬ নম্বর আসামি।  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিয়াজুলের নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় সাভার থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন।  

র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান বলেন, রিয়াজুল ইসলাম ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জামসিং এলাকায় ছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি আরও বলেন, রিয়াজুল বিগত ১৫ বছর ধরে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন। এছাড়া দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত তিনি। তার নামে একাধিক অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।