ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক রহমানের নির্দেশে সোনাগাজীর পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
তারেক রহমানের নির্দেশে সোনাগাজীর পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ

ফেনী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ফেনী-৩ আসনের সমন্বয়ক আকবর হোসেনের পক্ষ থেকে সোনাগাজীর বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ করেছেন বিএনপি নেতারা।

উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার সমন্বয়ে শুক্রবার রাতে বিভিন্ন পূজামণ্ডপে অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছু উদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।