ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাসিনা পালালেও ষড়যন্ত্রকারীরা আশেপাশেই আছে: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
হাসিনা পালালেও ষড়যন্ত্রকারীরা আশেপাশেই আছে: শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্রকারীরা আশেপাশেই রয়েছে। তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।

 

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সালথা উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে আমরা সবাই সবার পাশে থেকে জীবনযাপন করব। গত ১৭ বছরে সনাতন সম্প্রদায়ের লোকেরা এত সুন্দর-সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারেননি, যা তারা এ বছর করতে পারছেন।

তিনি সালথাবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিভিন্ন জায়গায় কিছু বিছিন্ন ঘটনা ঘটলেও সালথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সালথার মানুষ শান্তিপ্রিয়। এখানে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেদিকে খেয়াল রাখার জন্য সবাইকে আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।