ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে সাবেক মেয়রসহ ৯ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
গৌরনদীতে সাবেক মেয়রসহ ৯ জনের নামে মামলা

বরিশাল: ২০২২ সালের ১০ ফেব্রুয়ারিতে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ শাহাবুব হাসানের ওপর হামলার অভিযোগে সাবেক পৌর মেয়র, কাউন্সিলরসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

হামলার শিকার বিএনপি নেতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, ১নং ওয়ার্ডের কাউন্সিলর খোকন শিকদার, যুবলীগ নেতা ইকবাল ফকির, ইমরান মৃধা, নুরু ব্যাপারী, কালু ব্যাপারী, রুহল শিকদার, রাবুল সিকদার ও বাবুল শিকদার।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ৮ ও ১০ ফেব্রুয়ারি ১নং আসামি হারিচুরের নির্দেশে আসামিরা বাদির (শাহাবুব) টরকী বন্দরের দোকানে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে মারধর করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিরা প্রথম দিন ২০ হাজার টাকা ও দ্বিতীয় দিন বাদীকে গুরুতর জখম করে দোকানের ক্যাশ থেকে তিন লাখ ৮১ হাজার টাকা নিয়ে যায়।

রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ