ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. সুমন মিয়া প্রকাশ সুমনকে গ্রেপ্তার করছে যৌথবাহিনী।  

শনিবার (১৯ অক্টোবর) সকালে  এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে যৌথবাহিনী।

এর আগে শুক্রবার রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন জেলা শহরের মধ্যপাড়া এলাকার হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে অবৈধ একটি পিস্তল, একটি খালি কার্টুন ও তিনটি রাউন্ড অ্যামো. উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।