ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ. লীগ-ছাত্রলীগসহ ৩ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
সিরাজগঞ্জে হত্যা মামলায় আ. লীগ-ছাত্রলীগসহ ৩ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা ও ছাত্রদলকর্মী সুমন হত্যা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-সিরাজগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি রফিকুল ইসলাম কাশ্মীর, বহুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হোসেন।  

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে দুজন যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার আসামি অপরজন সুমন নামে সাবেক ছাত্রদলকর্মী হত্যা মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
জেএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।