ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নবাবগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
নবাবগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর আলমকে গ্রপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চরখলশী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা খদকারহাটি গ্রামের এসএম আরিফুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা আইনে একটি মামলা করেন। মামলায় দোহার-নবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ২৩৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। এ মামলায় আসামি করা হয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলমকেও।  

মামলায় বাদী উল্লেখ করেন, গত ৩০ জুলাই সকালে উপজেলা সদর পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ গেটের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাদীসহ ছাত্র-জনতা অংশ নেন। সে সময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে তাদের ওপর হামলা করে। তখন বাদীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে সুস্থ হয়ে তিনি নবাবগঞ্জ থানায় মামলা করেন।

নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতা নুর আলমকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।